বেড়িবাঁধ রক্ষায় অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৪:৪৯ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী উপজেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর ভাঙনে নড়িয়া উপজেলার বহু গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হাজারো মানুষ ঘরবাড়ি ও জমি হারিয়ে নিঃস্ব হয়েছে। পরবর্তীতে সরকার পদ্মার ভাঙন রোধে একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ করে, যা জনমনে স্বস্তি ফিরিয়ে আনে।

তবে সম্প্রতি নদীর বিপরীত তীরে স্তুপ করে রাখা বালু সরিয়ে নিতে উপজেলা প্রশাসন থেকে কার্যাদেশ দেওয়া হয়। যদিও কার্যাদেশ অনুযায়ী নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের অনুমতি নেই, তবুও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন শুরু করেছে। এতে নদীর ডান তীর রক্ষা বাঁধসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার ওপর ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী রফিক উদ্দিন বয়াতী বলেন, “নদীভাঙনে আমরা বাপ-দাদার ভিটেমাটি হারিয়েছি। পরে কেদারপুর এলাকায় জমি কিনে নতুনভাবে বসতি গড়েছি। দীর্ঘদিনের দাবিতে এখানে বেড়িবাঁধ নির্মিত হয়। অথচ এখন সেই বেড়িবাঁধের কাছ থেকেই ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। আমরা দ্রুত এই অবৈধ ড্রেজার বন্ধের দাবি জানাচ্ছি।”

স্থানীয় বাসিন্দা আলমগীর কবির বলেন, “আমরা জেনেছি প্রশাসন কেবল উপরিভাগের স্তুপকৃত বালু সরানোর জন্য টেন্ডার দিয়েছে। কিন্তু ঠিকাদার সেই নির্দেশনা অমান্য করে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করছে, যা সম্পূর্ণ অবৈধ। এইভাবে চলতে থাকলে একদিন শরীয়তপুরের মানচিত্র থেকে নড়িয়ার নাম মুছে যেতে পারে।”

স্থানীয়দের দাবি, দ্রুত অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

ইএইচ