রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৫:২৯ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুল মিয়া ওই গ্রামের মৃত কুব্বাস আলীর ছেলে।

দাঁতভাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য মো. মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুকুল মিয়া নিজ বাড়ির টিউবওয়েলের পাশে বেড়া দেওয়ার সময় বৈদ্যুতিক মোটরের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইএইচ