টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা বাজার শাখার উদ্যোগে কৃষি ব্যাংকের রেমিট্যান্স লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গয়হাটা ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসবের দ্বিতীয় পর্বের লটারির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল (দক্ষিণ)-এর ব্যবস্থাপক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়হাটা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম জহির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক গয়হাটা বাজার শাখার ম্যানেজার মো. আরিফুজ্জামান।
এ সময় রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, কৃষি ব্যাংক গয়হাটা বাজার শাখার গ্রাহক নুর নাহার সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন।
বক্তারা বলেন, রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহিত করতে কৃষি ব্যাংক সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারা গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিনিয়ত কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলাল, কৃষি ব্যাংকের গ্রাহকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।
ইএইচ