চরফ্যাশনে স্টার্ট ফান্ড-এর সহায়তায় বাস্তবায়িত সিপিসিআরবি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা প্রশাসনের হলরুমে কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্যোগকালীন প্রস্তুতি ও ব্যবস্থাপনা বিষয়ে সিপিসিআরবি প্রকল্পের আওতায় চরফ্যাশনের নজরুল নগর ও মুজিবনগর ইউনিয়নের সাইক্লোন শেল্টারগুলোর ক্ষুদ্র মেরামত, ওয়াস (পানি, স্যানিটেশন ও হাইজিন) সুবিধার উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ, সোলার প্যানেল স্থাপন এবং সাইক্লোন শেল্টারের সংযোগ সড়ক মেরামতের কার্যক্রম উপস্থাপন করা হয়। প্রজেক্টরের মাধ্যমে এসব কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তাশিম উদ্দিন এবং জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম।
প্রকল্পের সমন্বয়কারী খোকন চন্দ্র শীল প্রকল্পের কার্যক্রম ও অর্জন নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইএইচ