কাপ্তাইয়ে মৎস্যজীবীদের ‘বিকল্প’ আয়ের সুযোগ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১১:৫৪ এএম

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়ের উৎস হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ কর্মসূচিতে ২৫ জন মৎস্যজীবীকে ৪টি করে মোট ১০০টি ছাগল দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাশ। এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল হাসান, উপ-প্রকল্প পরিচালক টিপু সুলতান, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, কাপ্তাই মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদী এলাকায় মৎস্য আহরণে নির্ভরশীল ২৫ জন নিবন্ধিত মৎস্যজীবীকে এই ছাগল প্রদান করা হয়েছে। ছাগলটি তাদের জন্য একটি টেকসই আয়ের উৎস হতে পারে, যা তাদের জীবনে নতুন সম্ভাবনার দিক উন্মোচন করবে।

মৎস্যজীবীদের জন্য এই উদ্যোগটি শুধু আয়ের বৈচিত্র্যই সৃষ্টি করবে না, তাদের জীবনমান উন্নয়নেও সহায়ক হবে, জানান কর্মকর্তারা।

বিআরইউ