‘মাদক নয়, নেতৃত্বে ফিরুন’

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ১২:২৬ পিএম

অশ্লীলতা, মাদক আর নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে যুব সমাজকে জাগাতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখা আয়োজন করে উপজেলা যুব সম্মেলন। সম্মেলনের আহ্বান—‘মাদক নয়, ফিরুন নেতৃত্বে, গড়ুন ইনসাফভিত্তিক সমাজ।’

বুধবার (১৬ এপ্রিল ) বিকেলে উপজেলার সারাইগাছি বাজারের জিরো পয়েন্ট মুক্তমঞ্চে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ মাহাবুবুর রহমান, সঞ্চালনায় ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক তামজিদ হাসান। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ।

তিনি বলেন, ‘যারা দুনিয়া ও আখিরাতে শান্তি চায়, তাদের চলতে হবে আল্লাহর হুকুম এবং প্রিয় নবী (সা.)-এর দেখানো পথে। ইসলামি রাষ্ট্র বিনির্মাণেই যুবসমাজের মুক্তি।’

‘ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি যুবকদের ইসলামী আন্দোলনের নেতৃত্বে যোগদানের আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা সভাপতি মুহাম্মাদ ফরহাদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নজরুল ইসলাম, মুহাম্মাদ তৈয়ব শাহ চৌধুরী, মুহাম্মাদ কাওছার কামাল শাহ, হাফেজ মাওলানা উমর আলী, মুহাম্মাদ হুজ্জাতুল্লাহ শাহ শেখ, কারী মামুনুর রশিদ শাহ, জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মাদ রেজাউল ইসলাম

বক্তারা বলেন, ‘মাদকের ভয়াল ছোবলে যুবসমাজ আজ ধ্বংসের মুখে। এ থেকে রক্ষা পেতে হলে আদর্শ নেতৃত্ব ও ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই একমাত্র পথ।’

অনুষ্ঠানে ইহুদিবাদী পণ্য বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করা হয়। সম্মেলনে উপজেলার ছয়টি ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ইসলামী যুব আন্দোলন পোরশা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিআরইউ