সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাত যুবদল নেতার বহিষ্কার আদেশ একদিনের মধ্যে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে জেলা যুবদল থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাত নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়, কিন্তু রাতেই সেই সিদ্ধান্ত পাল্টে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এই নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল, তবে রাতের বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
বেলকুচি উপজেলার যুবদল নেতাদের বহিষ্কার আদেশের একদম শুরুতে ছিলেন—
১. পল্টন জোরদার (উপজেলা যুবদল সাবেক সদস্য),
২. উজ্জ্বল হোসেন (পৌর যুবদল সাবেক সদস্য),
৩. মো. কাইয়ুম (দপ্তর সম্পাদক),
৪. চাইনিজ রফিকুল (২ নম্বর ওয়ার্ড সাবেক সভাপতি),
৫. হাবিব (হাবলু) (সাবেক সদস্য),
৬. সেলিফ আল আকবার শশী (সাবেক সদস্য),
৭. হাফিজুল ইসলাম (দৌলতপুর ইউনিয়নের সদস্য)।
এদের সকলের বিরুদ্ধে দফায় দফায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল, তবে রাতের বিজ্ঞপ্তিতে জেলা যুবদল তাদের বিরুদ্ধে নেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহার করে এবং দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার নির্দেশনা প্রদান করেছে।
বেলকুচি উপজেলায় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সিদ্ধান্তটি ছিল তড়িঘড়ি নেওয়া, আর সেই কারণে রাতেই তা পাল্টানো হয়। স্থানীয় নেতারা বলেন, যুবদলের সাংগঠনিক একতা এবং শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে— ‘এ সাত নেতাকে এখন দলের সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
বিআরইউ