ভুট্টা খেতে মিলল স্কুলছাত্রীর লাশ, গ্রেপ্তার ১

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৪:১৫ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টা খেত থেকে জান্নাতি আক্তার (১২) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাতি ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারী গ্রামের ফজু মিয়ার মেয়ে।

বুধবার রাত ৯টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

নিহতের পরিবার জানায়, সন্ধ্যায় রান্না বসিয়ে জান্নাতিকে তা দেখার দায়িত্ব দিয়ে কিছুটা দূরে বাবার বাড়িতে যান তার মা। বাড়িতে অন্য কেউ ছিল না। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ভুট্টা খেতে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটির দুই হাত পেছনে বেঁধে রাখা ছিল। একটি হাত ও একটি পা ভেঙে ফেলা হয়েছে। মুখে গুঁজে দেওয়া হয়েছিল বালু এবং কানেও আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের শিকার হয়েছিল কিনা, তা নিশ্চিত করতে ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে পুলিশ।

ওসি সেলিম মালিক জানান, খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার আবু তালেবের ছেলে বেলাল হোসেন (১৯) কে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, জান্নাতির বাবা ফজু মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় বেলাল হোসেনকে ১ নম্বর আসামি করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বেলালের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইএইচ