কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১,৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ও পাট আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উফশী আউশ আবাদে ১,০০০ কৃষককে ১ বিঘা জমিতে চাষের জন্য জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অন্যদিকে, পাট আবাদে ৯০০ কৃষককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার সুলতানা মাহমুদার সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ হ্রাস পাবে এবং খাদ্য নিরাপত্তা ও পাটচাষে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে।
ইএইচ