কুড়িগ্রাম জেলা কারাগারে বাড়তি নিরাপত্তায় সেনা মোতায়েন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৬:০০ পিএম

কুড়িগ্রাম জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে কয়েদির সংখ্যা বেড়ে যাওয়ায় এবং সামগ্রিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন কারাগার এলাকা পরিদর্শন করেন এবং সেনা টহল আরও জোরদার করার নির্দেশ দেন।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের বিভিন্ন কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে এবং সৃষ্টি হয় অচলাবস্থা। কুড়িগ্রাম জেলা কারাগারেও দেখা দেয় একই পরিস্থিতি। কয়েদিদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন কারারক্ষীরা। এ পরিস্থিতিতে নিরাপত্তা সংকট মোকাবিলায় সহায়তায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।

বর্তমানে কুড়িগ্রাম জেলা কারাগারে ৯ জন সেনা সদস্য চারটি শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। তাঁরা কারাগারের মূল ফটক থেকে শুরু করে ভেতরের প্রতিটি অংশে নিরাপত্তা নিশ্চিত করছেন। একইসঙ্গে জেলখানার ভিতরে বিদ্যমান নানা অনিয়ম দূর করারও চেষ্টা করছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন বলেন, “৫ আগস্টের পর দেশের কারাগারগুলো অরক্ষিত হয়ে পড়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতার সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করেছে। একইসঙ্গে জেলের ভেতরে খাবারের মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, অনিয়মসহ সব বিষয়ে আমরা নজর রাখছি। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছি।”

জেল সুপার এ.জি. মাহমুদ বলেন, “আমরা কারাগারের ভেতরের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও বাহিরের দিকটি দেখছে সেনাবাহিনী। সেনাবাহিনী আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে তাদের ওপরই আমাদের প্রধান নির্ভরতা। সেনাবাহিনীর সহযোগিতা আমাদের প্রয়োজন।”

ইএইচ