ঝিনাইদহে ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. রাহিদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার মুন্সী ফিরোজা, বিভিন্ন উপজেলার প্রকল্প সমন্বয়কারী ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিবৃন্দ।
সভায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা, গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ ও তা উত্তরণে করণীয় বিষয়েও আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরির জন্য প্রচার-প্রচারণায় অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
ইএইচ