চরফ্যাশনে শ্রমিকদের কাছ থেকে সকল ধরনের চাঁদা আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চরফ্যাশন উপজেলা শাখা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নিবন্ধিত শ্রমিক সংগঠনটির একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের চরফ্যাশন উপজেলা সভাপতি মাহবুবুর রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন সেক্রেটারি মো. শামসুদ্দীন, চরফ্যাশন উপজেলা সিএনজি অটোরিকশা ট্রেড ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি মো. সেলিমসহ অটোরিকশা মালিক-শ্রমিক-চালকরা।
স্মারকলিপি প্রদান শেষে মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, "আমরা লক্ষ্য করেছি, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী কায়দায় শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করা হয়ে আসছে। গত ৫ আগস্টের পর চরফ্যাশন কিছু সময়ের জন্য চাঁদা মুক্ত থাকলেও এখন পুনরায় চাঁদাবাজির কার্যক্রম শুরু হয়েছে। অথচ দেশের অনেক জেলা ও থানা এই অবৈধ চাঁদা থেকে মুক্ত।"
তিনি আরও বলেন, "ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, সেখানে শ্রমিকদের ওপর বৈষম্য দূরীকরণে আমাদের অঙ্গীকার থাকতে হবে। তাই নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের দাবি—চরফ্যাশনের শ্রমজীবী মানুষকে চাঁদা মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ দিতে হবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, “শ্রমিকদের অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে আমরা নজর রাখছি। তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যেই বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।”
ইএইচ