নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী আফসানা হত্যার দায়ে স্বামী আলম ওরফে নবীনকে (৬০) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নবীন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামি নবীন সিদ্ধিরগঞ্জের চর হোগলা গ্রামের আদম আলী নেকরামের ছেলে।
এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর আজিজুল হক হান্টু বলেন, "উপযুক্ত সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।"
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ অক্টোবর জালকুড়ি এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ মামলায় তদন্ত সাপেক্ষে স্বামীর বিরুদ্ধে হত্যার সত্যতা পায়। পরবর্তীতে আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন।
ইএইচ