বগুড়ার ধুনটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের অফিস উদ্বোধন ও কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে এ অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
সঞ্চালনায় ছিলেন উপজেলা পেশাজীবী সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, সহকারী সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, নিমগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন আলী ও সাধারণ সম্পাদক হযরত আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ আল মুতি।
এ সময় মশিয়ুর রহমান শাপলাকে সভাপতি ও বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি কমিটির আংশিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ধুনট উপজেলা ও নিমগাছি ইউনিয়ন জামায়াত এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ