বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

মো. সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৯:১১ পিএম

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৫৪ তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ  দোয়া ও মিলাদ মাহফিল করেছে আখাউড়ার সাংবাদিক সমাজ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের দরুনই গ্রামে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধিতে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক অমিত হাসান অপু, মোহনা টিভির প্রতিনিধি মোশারফ হোসেন কবির, বার্তা বাজার প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল আখাউড়া উপজেলার দরুইন গ্রামে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন।পরে তাকে এই জায়গায় সমাহিত করা হয়। তিনি ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাবিবুর রহমান, মাতা মালেকা বেগম, পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। 

আরএস