ভোলায় গ্যাস পাচার বন্ধসহ ৫ দফা দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

ভোলা প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ১১:৪৪ এএম

ভোলার গ্যাসভিত্তিক অবকাঠামোর দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে জনপদ। ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপন, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন, মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাস পাচার বন্ধসহ ৫ দফা দাবিতে শুক্রবার গভীর রাতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

রাত প্রায় ১২টার দিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ ৬১০০৬৬) আটকে দেন তারা। ঢাকাগামী গাড়িটি থামিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা।

বিক্ষোভকারীদের অভিযোগ, ‘বিগত সরকারের আমলে একের পর এক আশ্বাস দিলেও বাস্তবে তা ছিল ভোলাবাসীর সঙ্গে নিছক প্রতারণা। ইন্ট্রাকোর সঙ্গে অবৈধ চুক্তি করে ভোলা থেকে গ্যাস পাচার চালিয়ে যাওয়া হয়েছে। অথচ ভোলার মানুষ নিজেদের গ্যাস ব্যবহারের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।’

তারা আরও বলেন, ‘দেশের ৬৪ জেলার মধ্যে ভোলাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। আমরা বহুবার শান্তিপূর্ণ আন্দোলন করেছি, সভা করেছি, মানববন্ধন করেছি। কোনো কাজ হয়নি। এখন আর আশ্বাস চাই না, অধিকার চাই। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমরা বিপ্লবের পথে হাঁটছি।’

শুক্রবার দুপুরে ৫ দফা দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে ঘোষণা দিয়েই রাতে এই ‘প্রতিরোধ’ চালায় তারা। তাদের ভাষায়, ‘ভোলার গ্যাস ভোলারই সম্পদ। যারা গোপনে এই সম্পদ পাচার করছে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব।’

এদিকে, ঘটনার খবর পেয়ে ভোলা সদর মডেল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

বিআরইউ