ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (১) ফখরুল ইসলাম ইমনকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, ইমন উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বজলু মিয়ার ছেলে। তিনি ২০২৪ সালের ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল’-এ হামলার ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলার ৫৩ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলায় মোট অভিযুক্ত ১১৮ জন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর অধিকাংশ আসামি আত্মগোপনে গেলেও ইমন প্রকাশ্যে চলাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকান থেকে তাকে ধরতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় ইমন নিজেকে বিএনপির এক নেতার ভাতিজা বলে দাবি করেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কুদ্দুস আলী। তবে যাচাই-বাছাই শেষে পুলিশ তার প্রকৃত পরিচয় নিশ্চিত করে।
ওসি খায়রুল আলম আরও জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে গোপনে সংগঠিত করার অভিযোগও রয়েছে ইমনের বিরুদ্ধে। গ্রেপ্তার ইমনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
বিআরইউ