মধ্যনগরে বৌলাই নদী থেকে অজ্ঞাত পুরুষের গলিত লাশ উদ্ধার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০২:৩৯ পিএম

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বৌলাই নদী থেকে এক অজ্ঞাত পুরুষের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

১৮ এপ্রিল সন্ধ্যা পৌনে সাতটার দিকে চামরদানী ইউনিয়নের মুকশেদপুর সংলগ্ন বৌলাই নদীর পশ্চিম পাড়ে ‘দীঘা’ নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

মধ্যনগর থানা সূত্রে জানা গেছে, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, নদীর তীরে একটি মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃতদেহটি ছিল অর্ধগলিত, তার হাতের আঙুলগুলো ছিল না এবং পায়ের গোড়ালি থেকে নিচের অংশ অনুপস্থিত। মুখমণ্ডলও গলে গেছে এবং লাশটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল, যার ওপর পোকা-মাকড় আক্রমণ করেছিল।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. স্বজীব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ইএইচ