মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত

মোরেলগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৩:৩৪ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

দুর্ঘটনায় তার পিতা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মজিবর রহমান গাজীসহ আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার শাহাবাড়ির পুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিয়াম গাজী মারা যান।

নিহত সিয়াম গাজী ও তার পিতা মজিবর রহমান গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তারা এক নিকট আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখতে ইজিবাইকে করে পিরোজপুর যাচ্ছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহত মজিবর রহমান গাজী, ইজিবাইক চালক বাপ্পি এবং অজ্ঞাত পরিচয়ের আরও একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

মহিশপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তমিজ উদ্দিন বলেন, “মজিবর রহমান গাজী তার ছেলেকে নিয়ে ইজিবাইকে করে আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনে যাচ্ছিলেন। পথে শাহাবাড়ির পুল এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী ঘটনাস্থলেই প্রাণ হারান।”

তিনি আরও জানান, নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

ইএইচ