‘আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসন কোনোভাবেই মেনে নেয়া হবে না’

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৪:২২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেছেন, “গত ১৭ বছর ধরে এ দেশের মুক্তিকামী জনতা সাতকানিয়াসহ সারাদেশে কোথাও পথসভা, জনসভা তো দূরের কথা—ঘরোয়া বৈঠক পর্যন্ত করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী সরকার জুলুম, শোষণ, নিপীড়ন, অনিয়ম, লুটপাট ও দুর্নীতির সকল রেকর্ড ভেঙেছে।”

তিনি বলেন, “ফলশ্রুতিতে গত জুলাই-আগস্টে ছাত্র ও জনতার গণআন্দোলনের মুখে সরকারকে দলবলসহ লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছে। সেই বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হবে। আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

শনিবার দুপুরে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট চত্বরে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেরানিহাটে পৌঁছালে অধ্যাপক গোলাম পরোয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর সাতকানিয়া উপজেলা শাখা, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা ও কেরানিহাট শহর শাখার নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন—জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, রাঙামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম, সাতকানিয়া উপজেলা আমীর অধ্যাপক মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর ডা. নুরুল হক, উত্তর সাতকানিয়া শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক জয়নাল আবেদীন, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অধ্যাপক পরোয়ার বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। আমীরে জামায়াত দেশবাসীকে পরিষ্কার বার্তা দিয়েছেন—আওয়ামী জঞ্জাল দ্রুত সাফ করতে হবে, প্রশাসনকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে এবং নির্বাচন পূর্বেই প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে। শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং পাচার হওয়া অর্থ-সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে।”

তিনি আরও বলেন, “ওলামা-মশায়েখের জনপদ হিসেবে পরিচিত সাতকানিয়া-লোহাগাড়ায় আগামী নির্বাচনেও জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।” এ সময় উপস্থিত নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ ও শ্লোগানের মাধ্যমে তার বক্তব্যে সমর্থন জানান।

ইএইচ