নকল নবীশদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৪:৪১ পিএম

নকল নবীশদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত (পদ সৃজনের মাধ্যমে) করার লক্ষ্যে আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে যেসব নকল নবীশের জন্য কোনো প্রস্তাব পাঠানো হয়নি, তাদের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।

এই দাবিকে ঘিরে বরিশালে অনুষ্ঠিত হয়েছে "পরবর্তী করণীয়" শীর্ষক বিভাগীয় আলোচনা ও মতবিনিময় সভা।

শনিবার দুপুরে বরিশাল নগরীর প্ল্যানেট ওয়াক শিশু পার্কে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন এবং বৈষম্যবিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদের বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার সভাপতি মাহাবুব হুসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এনামুল হক রোমেল, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নকল নবীশরা অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করলেও এখনো তাদের চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা হয়নি, যা এক ধরনের বৈষম্য। এই বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত পদ সৃজন করে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

ইএইচ