আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্য পদে ১০ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া শূন্যপদে ৫ প্রার্থীর মধ্যে ব্যালটের মাধ্যমে ১ জন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকাল ৩টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন সদস্য পদের জন্য মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ১০ কার্যকরী সদস্য ভোট প্রদান করেন। নির্বাচিত হতে হলে প্রার্থীকে ন্যূনতম এক-তৃতীয়াংশ ভোট অর্থাৎ ৭টি ভোট পেতে হতো।
ব্যালটের মাধ্যমে নির্বাচিত ১০ জন নতুন সদস্য হলেন-
১. রনি পারভেজ - ৯ ভোট
২. আব্দুল মজিদ - ১০ ভোট
৩. রিয়াদ আহমেদ - ৮ ভোট
৪. সাইদুল ইসলাম বাহার - ১০ ভোট
৫. কনৌজ কান্তি ব্যানার্জী - ৮ ভোট
৬. আশিকুর রহমান - ৯ ভোট
৭. কাউছার আহমেদ - ৯ ভোট
৮. এনামুল হক মিলাদ - ৯ ভোট
৯. সেন্টু আহমেদ জীহান - ৭ ভোট
১০. রুজেল আহমেদ - ১০ ভোট
অতিরিক্তভাবে শূন্য পদে কার্যকরী সদস্য নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে কুহিনূর রহমান সওদাগর ৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার শরীফ উদ্দিন চৌধুরী এবং খালেদূর রশিদ ঝলক। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শরীফ উদ্দিন চৌধুরী।
ইএইচ