শিবচরের মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে স্মার্টকার্ড বিতরণ

শিবচর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৬:৫৫ পিএম

মাদারীপুর জেলার শিবচর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-বাইতুল মামুর ফাজিল মাদ্রাসা অ্যান্ড বি. এম. কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে স্মার্ট কার্ড বিতরণ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ।

শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আ. মুক্তাদির মহোদয় ডিজিটাল আইডি কার্ড বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ।

এই ডিজিটাল কার্ডটি প্রতিষ্ঠানটিতে প্রবেশ এবং প্রস্থানের সময় নির্ধারিত মেশিনে পাঞ্চ করতে হবে। কার্ড পাঞ্চ করার সঙ্গে সঙ্গে অভিভাবকদের মোবাইলে ক্ষুদে বার্তা চলে যাবে, যার ফলে তারা সহজেই তাদের সন্তানের অবস্থান জানতে পারবেন।

অধ্যক্ষ আরও জানান, এই কার্ডের প্রধান উদ্দেশ্য হল, অভিভাবকরা সহজেই জানতে পারবেন যে তাদের সন্তান কখন এবং কোথায় আছে।

ইএইচ