মাদারীপুর জেলার শিবচরে যৌথবাহিনীর অভিযানে ২১৫ পিচ ইয়াবা ও ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম এসে উদ্ধারকৃত ককটেল বোমা নিস্ক্রিয় করে।
পুলিশ জানায়, শুক্রবার দিনগত গভীর রাতে সেনাবাহিনী এবং শিবচর থানা পুলিশ উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার কুদ্দুস হাওলাদারের বাড়ি থেকে ইয়াবা ও ককটেল উদ্ধার করে। অভিযানের সময় আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে যৌথ বাহিনী যাদুয়ারচর এলাকার কুদ্দুস হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ভাড়াটিয়ারা পালিয়ে যায়। পরে একটি কক্ষ থেকে ৪ পিচ ককটেল বোমা ও ২১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক একজন চিহ্নিত মানবপাচারকারী। তিনি লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠানোর সঙ্গে জড়িত। বাড়িটি তিনি নিজে না থাকলেও ভাড়া দিয়ে রেখেছিলেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, "দরজা ভেঙে ভেতরে ঢুকে ইয়াবা ও ককটেল বোমা উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম এসে ককটেল বোমা নিস্ক্রিয় করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
ইএইচ