জামালপুরে বিট পুলিশিং সভা

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৭:১১ পিএম

সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে পুলিশ-জনতার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরিষাবাড়ি থানার ওসি মো. চাঁদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সরিষাবাড়ি থানার সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র সরকার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন, জেলা বিএনপি‍‍`র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এড. আব্দুল আওয়াল, ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খান, ইউনিয়ন বিএনপি‍‍`র সভাপতি এড. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লি, ভাটারা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান।

বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে। মাদক এমন মরণব্যাধি, যা আত্মঘাতিমূলক জীবনপ্রবাহ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে অন্ধকার ডেকে আনে তার জীবন ও পরিবারে। ধ্বংস করে দেয় পারিবারিক সম্প্রীতি। মাদক নির্মূলে স্থানীয় এলাকাবাসী মিলে সার্বিক সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

এছাড়াও বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, অপহরণ, বডি শেমিং, সাইবার বুলিং, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ একসাথে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা।

এ সময় জামালপুর সদর থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাদক প্রতিরোধে, ইভটিজিং প্রতিরোধ, সাইবার বুলিংসহ বিভিন্ন অপরাধ নির্মূলে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

ইএইচ