সমৃদ্ধ কক্সবাজারের নতুন দায়িত্বে শাহীন চেয়ারম্যান, মামুন প্রধান নির্বাহী

আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৮:৩০ পিএম

সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করা সংগঠন “সমৃদ্ধ কক্সবাজার”-এর আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের শহীদ স্মরণী সড়কে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে সাইফুর রহিম শাহীনকে চেয়ারম্যান এবং ইব্রাহীম খলিল মামুনকে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুর রহিম শাহীন। সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। সভায় জানানো হয়, নির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।

“সমৃদ্ধ কক্সবাজার” বিগত কয়েক বছর ধরে কক্সবাজারের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবাধিকার, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, ব্যবসা উন্নয়ন, শিক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সংগঠনটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।

জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সংগঠনটি তাদের কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে। সামাজিক পরিবর্তনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম ইতোমধ্যে জেলার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতে আরও বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হবে, যা কক্সবাজারের উন্নয়ন ও সুরক্ষায় যুগান্তকারী প্রভাব ফেলবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহিম শাহীন বলেন, “সমৃদ্ধ কক্সবাজার কেবল একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমরা মানুষের অধিকার, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমাদের লক্ষ্য—কক্সবাজারকে একটি মানবিক, নিরাপদ ও সচেতন সমাজে রূপান্তরিত করা।”

প্রধান নির্বাহী ইব্রাহীম খলিল মামুন বলেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। ‘সমৃদ্ধ কক্সবাজার’ কেবল শহরের নয়, বরং পুরো জেলার জন্য একটি আলোর দিশা হয়ে উঠবে।”

স্থানীয় সমাজকর্মী, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সংগঠনের নেতাদের মতে, “সমৃদ্ধ কক্সবাজার” ইতোমধ্যে সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন নেতৃত্বের হাত ধরে এই ধারা আরও বেগবান হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

ইএইচ