চকরিয়ায় কে.বি. জালাল উদ্দীন সড়কের বেহাল দশা

নুরুল ইসলাম সুমন, চকরিয়া (কক্সবাজার) প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১১:৫০ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার গুরুত্বপূর্ণ কে.বি. জালাল উদ্দীন সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার সকাল ১১টার দিকে সড়কের থানা রাস্তার মাথা থেকে চোয়ারফাঁড়ি পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।

বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। বিশেষ করে চকরিয়া থানা সংলগ্ন পশ্চিম পাশে মঙ্গল ভবনের সামনে সড়কে বড় গর্ত থাকায় সেখানে প্রায়ই দীর্ঘ যানজট দেখা দেয়।

স্থানীয় পথচারী মিরাজুল ইসলাম জানান, “সড়কের ধুলাবালি ও গর্তের কারণে ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন চলাফেরায় অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

রিকশাচালক কলিম উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে চৌধুরী ভবনের পাশে রাস্তার এতটাই খারাপ অবস্থা যে ব্যাটারিচালিত যানবাহন মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায়। বর্ষাকালে কষ্টের সীমা থাকে না।”

সচেতন মহল বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের দাবি জানিয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া উপ-বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম দৈনিক আমার সংবাদকে জানান, “ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দুই-এক মাসের মধ্যেই ঠিকাদার কাজ শুরু করবেন। তবে কাল-পরশুর মধ্যেই প্রাথমিক মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ