লক্ষ্মীপুরে আওয়ামী লীগের চারজন জনপ্রতিনিধিসহ ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতে হাজির করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৪ আগস্ট শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি করে চার শিক্ষার্থীকে হত্যার অভিযোগ, বিস্ফোরক আইন এবং পুলিশের করা একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন—সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ওমর ফারুক সাগর, রায়পুর উপজেলার ১০ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ, কমলনগরের সবুজ মেম্বার, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাজমুল হাসান পলাশ, রামগতি উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিমসহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, সদর থানা এলাকা থেকে ছয়জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৪ আগস্টের ঘটনায় হামলা, গুলি ও হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, দক্ষিণ হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলমের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের বিষয়েও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ইএইচ