কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই সময় মাঠে কাজ করার পর আবু তাহের মিয়া ও তার দুই সহকর্মী জমিতে পানি দেওয়ার মেশিনঘরের ভিতরে আশ্রয় নেন।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মিয়া মারা যান। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নিহত আবু তাহের মিয়া জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল আহাদ বাবুল।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
ইএইচ