এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পানি ও শিক্ষা উপকরণ বিতরণ

ফেনী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৭:২৫ পিএম

ফেনীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা ছাত্রদল ও ফেনী সরকারী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ত্যাগ করার সময় প্রধান গেইটে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিশুদ্ধ পানি ও স্যালাইন পেয়ে পরীক্ষার্থীদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। তারা ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

কয়েকজন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন শেষে গেইটে এসে ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসা করে জানিয়েছেন, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি পেয়েছে। এভাবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে উদ্যোগ নেওয়া হলে ভালো হবে।

পানি ও স্যালাইন বিতরণের সময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাবেদ হোসেইন, জেলা ছাত্রদলের সদস্য আরমান হোসেন, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানি মজুমদার, ছাত্রনেতা আরাবি ও মাহিরসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস