নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি পূর্ব) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মো: তানবীর হোসেনকে (৩২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর এলাকার আলতাবুর রহমানের পুত্র।
(ডিবি পূর্ব) এর অফিসার ইনচার্জ ওসি সাইদুর রহমান আজ সোমবার বিকেলে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম স্যার এর নির্দেশে ডিবি পূর্ব এর তত্ত্বাবধানে (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টায় এস আই মো. তোফায়েল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধুপুর এলাকার আলতাবুর রহমানের পুত্র মাদক কারবারি মো: তানবীর হোসেনকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবাসহ আটক করে।
পরে, ২১ এপ্রিল সোমবার দুপুরে আসামি তানবীর এর বিরুদ্ধে বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন।
আরএস