শ্রীপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৫:১৫ পিএম

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, কাদিরপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ঘাসিয়াড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জিবলু  এবং আকমল শেখের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিরাজ হোসেন ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জিবলু ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিরাজ হোসেন পুলিশ তদন্তে নিয়মিত মামলার আসামি। মঙ্গলবার ভোর সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা পুলিশ তদন্তে নিয়মিত মামলার আসামি। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

আরএস