কালীগঞ্জে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য উন্নয়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মো. সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৫:৩২ পিএম

লালমনিরহাটে কালীগঞ্জে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য উন্নয়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জননী প্রকল্পের আয়োজনে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির আর্থিক ও সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত জননী প্রকল্প উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাসের, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ফেরদৌস হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং আরডিআরএস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, জননী প্রকল্পটি গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা গ্রহণ বৃদ্ধি করতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতায় পড়ছে। সমস্যা গুলো  সমাধানে উপজেলা পরিষদের ভূমিকা ও করণীয় ও সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন। সমস্যাগুলো সমাধানে উপজেলা পরিষদের পক্ষ হতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।

জানা গেছে, "জিরো হোম ডেলিভারি” থিমকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে আরডিআরএস বাংলাদেশ ২০২৩ সাল হতে রংপুর বিভাগের রংপুর ও লালমনিরহাট জেলায় জননী প্রকল্পটি বাস্তবায়ন করছে।

গর্ভবতী মা ও নবজাতক ছাড়াও প্রকল্পটি বাল্য বিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। জননী প্রকল্পের আরো একটি উদ্দেশ্য হলো মা ও নবজাতকের স্বাস্থ্য সেবায় সেবাদানকারী সকল ব্যক্তিকে নিজ দায়িত্বের ব্যাপারে আরো উদ্বুদ্ধ ও উৎসাহিত করা।

আরএস