দিনাজপুরে ১২শ বস্তা পচা গম জব্দ ফেলে দেয়া হল পূর্নভবা নদীতে

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৮:৪৭ পিএম

দিনাজপুর শহরের পুলহাট এলাকার একটি হাসকিং মিলের চাতাল থেকে ১২শ বস্তা পচা গম জব্দ করেছে জেলা প্রশাসন। গোপন সংবাদের ভিক্তিতে এই অভিযান চালানো হয়।

২১ এপ্রিল জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিনসহ দিনাজপুর জেলা খাদ্য অফিসের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জব্দ করা  ১২শ বস্তা পচা গম  গুলি চাতালে শুকানোর সময় এই অভিযান চালানো হয়।

জব্দকৃত পচাগম গুলি এতটাই খারাপ ছিল যে কোন ভাবেই খাওয়া যেত না। অথচ এই পচা গমগুলি পিষে ভাল গমের আটার সাথে  মিশিয়ে চালিয়ে দেয়ার জন্য শুকানো হচ্ছিল বলে এলাকাবাসি অভিযোগ করেছেন।

দিনাজপুরের স্বনামধন্য ব্যবসায়ী পাটোয়ারী বিজনেস হাউজ এর মালিক শহীদুর রহমান পাটোয়ার জব্দকৃত পচা গম সম্পর্কে বলেছেন, নোয়াপাড়া থেকে গাম গুলি ট্রাকে করে আনার সময় বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল। ট্রাকে কোনো ত্রিপাল ছিল না। এ কারণে বৃষ্টিতে ভিজে গম গুলি পচে গিয়েছে। অভিযানের  সত্যতা তিনি স্বীকার করেন।

এদিকে অভিযানে জরিমানা করা না হলেও জব্দকৃত পচা গমগুলি পর্নভবা নদীতে ফেলে দেওয়া হয়।

অপরদিকে টিভি ও প্রিন্ট মিডিয়ায় সংবাদটি প্রচার না করার জন্য সাংবাদিকদের কাছে দৌড় ঝাপ শুরু করেন একটি মহল।

আরএস