আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১১:০৬ পিএম

দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মেঘনা গ্রুপের চেয়ারম্যান কর্তৃক দায়ের করা কথিত ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী ও ছাত্র প্রতিনিধি দল।

মানববন্ধনে বক্তারা বলেন, “আপোসহীন সম্পাদক” মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি স্বাধীন সাংবাদিকতার ওপর একটি ষড়যন্ত্রমূলক আঘাত। বক্তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার ও মাহমুদুর রহমানের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের প্রতি। পাশাপাশি তারা ৭১ টিভি ও মেঘনা গ্রুপের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম বাদল, খেলাফত মজলিসের সহ-সেক্রেটারি আজিজ উল্যাহ আহম্মাদী, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন মাহমুদ, দিলদার হোসেন স্বপন ও রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী।

দৈনিক আমার দেশ পাঠক মেলা জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ, কামাল উদ্দিন, ফিরোজ আলম, ইসলামি ছাত্রশিবিরের জেলা কলেজবিষয়ক সম্পাদক মো. এয়াছিন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরউল্লাহ কায়সার, প্রশিক্ষণ সম্পাদক সফিউল্লাহ রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের জেলা সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম এমরান পাটোয়ারী, স্বেচ্ছাসেবক পরিবারের নেতা ওসমান গনি রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কারী মোহাইমিন তাজিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, তরুণ সংবাদকর্মী এম এ আকাশ প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন চারণ কবি মঞ্জুর তাজিম, রিপোর্টার্স ইউনিটির সাবেক দপ্তর সম্পাদক মফিজুর রহমান, টিভি সাংবাদিক নজির আহমদ রতন, সমির উদ্দিন, পাঠক মেলার সদস্য রিয়াজ উদ্দিন স্বপন, আবরার হোসেন, মো. ইউনুস, সংবাদকর্মী জহিরুল ইসলাম রাজন, আমার দেশ দাগনভূঞা প্রতিনিধি মোকাররম হোসেন পিয়াস, সংবাদকর্মী ইদ্রিস রিয়াদ, এম কাওছারসহ আরও অনেকে।

বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান।

ইএইচ