নাগরপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০২:৪৩ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

তিনি বলেন, "সামাজিক শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করতে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। সকলে মিলে কাজ করলেই একটি শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।"

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মমিন, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় সম্প্রতি এলাকায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও চুরি-ডাকাতি প্রতিরোধে প্রশাসনের ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। এছাড়া আসন্ন উৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে ইউএনও আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

ইএইচ