বৈশাখের প্রচণ্ড দাবদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রে আগত অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রচারপত্র বিতরণ করেছে নজিপুর সরকারি কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম চলে।
নওগাঁর পত্নীতলা উপজেলায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্র এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করে নজিপুর সরকারি কলেজ ছাত্রদল।
এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের মনোনয়নপ্রত্যাশী খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।
পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই প্রচণ্ড গরমে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
জেলা ছাত্রদলের নেতা রাকিবুল হাসান বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে এবং আমাদের নেতা খাজা নাজিবুল্লাহ্ চৌধুরীর সহযোগিতায় আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এ ধরনের সামাজিক উদ্যোগের মধ্য দিয়েই আমরা মানুষের সেবা করে যেতে চাই।"
নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতা হুরাইরা বিল্লা জানান, "আজ আমরা দুটি পরীক্ষাকেন্দ্র এলাকায় এই কার্যক্রম চালিয়েছি। আগামীতেও অন্যান্য কেন্দ্রগুলোতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।"
ইএইচ