নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদের প্রতিবাদ ব্যবসায়ীদের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৪:১০ পিএম

নড়াইলের হকার্স মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদের চেষ্টা চলছে—এই অভিযোগ এনে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় রূপগঞ্জ বাজারে হকার্স মার্কেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে লিখিত বক্তব্য পাঠ করেন হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার।

তিনি বলেন, “আমরা গত ২১ বছর ধরে বৈধভাবে এই মার্কেটে ব্যবসা করে আসছি। শহরের ফোরলেন রাস্তা ও ড্রেন নির্মাণের সময় নিজ উদ্যোগে আমাদের দোকান সরিয়ে নিই। তখন তৎকালীন জেলা প্রশাসকের কাছে পুনর্বাসনের দাবি জানালে তিনি মৌখিকভাবে আশ্বাস দেন—নির্মাণকাজ শেষে রাস্তার পাশে হকার্স মার্কেটের আওতাধীন জায়গা থাকলে সেখানে পুনর্বাসন করা হবে।”

তিনি আরও জানান, “জেলা প্রশাসকের আশ্বাসে আমরা নির্মাণকাজ শেষে নিজ খরচে ওই জায়গায় খুপড়ি দোকান নির্মাণ করে পুনরায় ব্যবসা শুরু করি। কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের অনৈতিক স্বার্থ হাসিল করতে না পেরে আমাদের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে উচ্ছেদের পাঁয়তারা করছে। এমনকি কিছু গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে।”

ব্যবসায়ীদের দাবি, হকার্স মার্কেটের দোকান বরাদ্দের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হয়নি, এবং অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা বলেন, “এই মার্কেটে আগে যারা ব্যবসা করতেন, তারাই এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছেন। উচ্ছেদ হলে আমাদের মতো দরিদ্র ব্যবসায়ী ও কর্মচারীদের জীবিকা বিপন্ন হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক লিটন মোল্যা, সদস্য মরফু, ফিরোজ, মলয়, মনু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ব্যবসায়ীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান—হকার্স মার্কেট যেন উচ্ছেদ না করা হয় এবং তাদের জীবন-জীবিকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

ইএইচ