পাবনা পাসপোর্ট অফিসে দালাল-আনসার সিন্ডিকেট, দুদকের হানা

পাবনা জেলা প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৫:৩৯ পিএম

গ্রাহক হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় এবং দালালচক্রের দৌরাত্ম্যে অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আনসার সদস্যদের সহায়তায় সিন্ডিকেট গড়ে পাসপোর্ট সেবায় চলছে বাণিজ্য—এমন প্রমাণ পেয়েছে দুদকের তদন্ত টিম।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর।

অভিযানে আসা এক ভুক্তভোগী বলেন, ‘আমি দালালের সাহায্য নিইনি বলে সারা দিন বসেও কিছুই করতে পারিনি। কিন্তু দুদক আসার পর আগের ফরমেই কাজ হয়েছে।’

আরেকজন জানান, ‘১৪ দিন আগে আবেদন করেছি, এখনও ছবি তোলা হয়নি। এক দালাল ৮ হাজার টাকা আর আইডি চেয়েছিল, বলেছিল, ১০২ নম্বর রুমে গেলেই সব হবে।’

এদিকে দুদক জানিয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দালালদের অর্থ লেনদেনের সুস্পষ্ট প্রমাণ মিলেছে। আনসার সদস্যরা গোপন সংকেতের মাধ্যমে গ্রাহক বাছাই করে ঘুষ আদায় করছিলেন।

দুদক কর্মকর্তা সাধন চন্দ্র সূত্রধর বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন বলেন, ‘এখানে কোনো দালাল নেই। অভিযোগ খতিয়ে দেখা হবে।’

বিআরইউ