সুন্দরগঞ্জে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৬:১০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত বাদশা মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর প্রতিবাদে এবং হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মন্ডলহাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন নিহতের স্বজন, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।

বাদশা মিয়া পশ্চিম ছাপড়হাটি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন ভোরে মৃত্যুবরণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী দোয়েল বেগম, ভাইয়ের স্ত্রী লিপি বেগম, আজাদী বেগম, ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোকছেদুল আলম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল, নিহতের ভাই লাকি মিয়া, এবং স্থানীয় যুবক মাসুদ রানা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, বাদশা মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক। তারা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাতে ছাপড়হাটি ইউনিয়ন ছাত্রদল নেতা শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বাজারের ব্যবসায়ী বাবুর ওষুধের দোকানের সামনে রাখা একটি বেঞ্চে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা বাবুর দোকান ভাঙচুরের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

ইএইচ