টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুড়ে মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ১০ রাউন্ড গুলি উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় মির্জাপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মিলন (৪৬) এবং রাজবাড়ী সদর উপজেলার খানবানাপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইসমাইল হোসেন মামুন (৫০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ মার্চ সন্ধ্যায় মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা গরুর হাটে বেচাকেনা শেষে প্রাইভেটকারযোগে ফিরছিলেন মহিষ ব্যবসায়ীরা। পথে পাঁচগাঁও এলাকায় একটি মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রাইভেটকারের কাচ ভেঙে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে দুটি ব্যাগে থাকা ৭৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন—রাজশাহীর বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল এবং একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া। এ ঘটনায় ব্যবসায়ী পিয়ারোল বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার পর টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে একটি তদন্ত দল গঠন করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় গত ১১ ও ১৮ এপ্রিল রাজধানীর হাজারিবাগ ও যাত্রাবাড়ী এলাকা থেকে মিলন ও ইসমাইল নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে, পুলিশ ৩ লাখ ১২ হাজার টাকা, দুটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ঘটনার পর থেকেই পুলিশ তৎপর ছিল এবং পুলিশ সুপারের দিকনির্দেশনায় মূল রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন মামুনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইএইচ