ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ২৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, পলিয়ানপুর গ্রামের আব্দুর রহিমের ভুট্টাক্ষেতে নিয়মিত টহলের সময় ২৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই নড়াইল, খুলনা, ঢাকা, মাগুরা ও যশোর জেলার বাসিন্দা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
ইএইচ