আড়াইহাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৬

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৫:১৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ও র‍্যাবের অভিযানে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহিরুল সহ ৬আসামিকে গ্রেফতার করে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হচ্ছে,জিআর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাজবী এলাকার জহিরুল হক(৪০)সিআর ওয়ারেন্টভুক্ত আসামী৪ জন। 

এরা হলো— মো. হানিফা(৪৫), মো. সিয়াম,  রেহেন(৫৫), ও আবুল হোসেন(৪০)। তাছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতারকৃত আসামি মো. জসিম (৩৫)।

আড়াইহাজার থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, তাদেরকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

বিআরইউ