রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় অটোরিকশা (সিএনজিচালিত) ও পিকআপভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় তাক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও একজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিআরইউ