রাঙ্গুনিয়ায় ৪০ টন পশু ও হাঁস-মুরগির খাদ্য বিতরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৩:০৪ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা, ষাড়, ভেড়া ও হাঁস-মুরগির জন্য বিনামূল্যে ৬৩৯ জনকে ৪০ টন খাদ্য বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. অজয় দেবনাথ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তারা।

ইএইচ