বাকেরগঞ্জের ডিসি রোড খেয়াঘাটে যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারাদারকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার বেলা ১টায় ডিসি রোড খেয়াঘাটে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার জানান, বাকেরগঞ্জের কবাই ও ফরিদপুর ইউনিয়নের মধ্যবর্তী কারখানা নদীর ডিসি রোড খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ইজারাদার সজিব মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত ভাড়া আদায়ের নির্দেশ এবং খেয়াঘাটে ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, কারখানা নদীর খেয়াঘাটে সরকার নির্ধারিত কোনো ভাড়া তালিকা টানানো ছিল না। কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে ইজারাদার জনপ্রতি নির্ধারিত ১০ টাকার পরিবর্তে ২০ টাকা করে আদায় করছিলেন। বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে উপজেলা প্রশাসন তৎপর হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
ইএইচ