পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠুর বিরুদ্ধে টিআর ও কাবিটা প্রকল্প নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদের মেম্বার, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং স্থানীয় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে চন্ডিপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চন্ডিপুর বাজার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইউপি সদস্য আবু সাঈদ, গোলাম কিবরিয়া, আশরাফ, রতন, জাহেনা খাতুন ও শিউলি খাতুন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য বেলাল, মদন, মাসুদ ও জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, মনোয়ার হোসেন খান মিঠু একজন দুর্নীতিমুক্ত, সৎ ও জনপ্রিয় চেয়ারম্যান। তাকে বিতর্কিত করতে একটি বিশেষ মহল মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয় রায়হান ও সেরাজুল ইসলাম আপন নামে দুই ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে ঠেকানোর নামে টাকা দাবি করেন এবং ছোট ছোট পুকুর সংস্কার কাজের ক্ষেত্রেও চাঁদা দাবি করেন।
বক্তারা রায়হান ও সেরাজুল ইসলামের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং এলাকাবাসীর পক্ষ থেকে তাদের বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করেন। একইসঙ্গে বক্তারা সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষের কাছে দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের অসত্য তথ্য প্রকাশ না করা হয় এবং এসব ব্যক্তিদের কোনোভাবেই গুরুত্ব না দেওয়া হয়।
ইএইচ