যশোরের অভয়নগরে তীব্র গরমে তালের রস খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের ছয়জন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার সকালে গুরুতর অবস্থায় তাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থ ব্যক্তিরা পাতলা পায়খানা, জ্বর ও বমির উপসর্গে ভুগছেন।
অসুস্থ ব্যক্তিরা হলেন— মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকার সুভাষ দাসের বড় ছেলে আকাশ দাস (১৪), মেঝো ছেলে পরশ দাস (১২), ছোট ছেলে পরম দাস (৭), সুভাষ দাসের ভাই লক্ষণ দাসের স্ত্রী জয়ান্তি দাসী (৩৫), তার ছেলে স্বপ্ন দাস (২০) ও মেয়ে বর্ষা দাস (১১)।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই পরিবারের সদস্যরা তালের রস পান করেন। পরদিন শুক্রবার সকালে তাদের পেটে ব্যথা, পাতলা পায়খানা, বমি ও জ্বরের উপসর্গ দেখা দেয়। প্রথমে তারা স্থানীয় গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হলেও কোনো উন্নতি না হওয়ায় শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী জয়ান্তি দাসী জানান, "তালের রস খাওয়ার পর আমরা পরিবারের ছয়জন চরমভাবে অসুস্থ হয়ে পড়েছি। পাতলা পায়খানা, বমি ও জ্বর কিছুতেই কমছে না। বর্তমানে আমরা অভয়নগর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।"
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, "তীব্র গরমের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এরমধ্যেই তালের রস খেয়ে একই পরিবারের ছয় সদস্য ভর্তি হয়েছেন। দ্রুত তাদের অবস্থার উন্নতি হবে বলে আশা করছি। পাশাপাশি তিনি ফুটপাতের ঠান্ডা ও অস্বাস্থ্যকর সরবত বা রস পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।"
ইএইচ