ফরিদপুরে বাবার গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ছেলের

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৯:০১ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন শেখ (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের মতো তার খেক্কর গাড়ি নিয়ে সকালে বের হন। দুপুরে খাবারের জন্য বাড়িতে ফেরার সময় গাড়ির শব্দ শুনে মাহিন বাবার কাছে ছুটে আসে। এ সময় রাস্তার পাশে বেড়ায় ধাক্কা লেগে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং বাবার গাড়ির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর জানান, মুসা শেখ প্রতিদিন দুপুরে বাড়ি ফেরার সময় ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসতেন। শনিবারও সে খাবার নিয়ে ফিরছিলেন। বাবার গাড়ির শব্দ শুনে মাহিন দৌড়ে আসছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ