“এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই” — এই স্লোগানকে সামনে রেখে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন।
শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মোহাম্মদ সাদ ইসলাম রিয়ানের সভাপতিত্বে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, বরিশাল শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “আমাদের ডিপ্লোমা সম্পন্ন করতে চার বছর সময় লাগে। অথচ স্নাতক সমমানের স্বীকৃতি আমাদের দেওয়া হয় না। কেন আমরা এই বৈষম্যের শিকার হবো? আমরা কর্তৃপক্ষের কাছে দ্রুত এই বৈষম্য দূর করার দাবি জানাচ্ছি। নতুবা আগামী দিনে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
ইএইচ